কী কারণে আত্মহত্যা করেছেন ওসি আল-আমিন? জানাল পুলিশ

কী কারণে আত্মহত্যা করেছেন ওসি আল-আমিন? জানাল পুলিশ

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান তার পরিবারের বরাতে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানার পুলিশ সদস্যরা ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক টিম এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সন্ধ্যায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান বলেন, “গত দুই বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন ওসি আল-আমিন।” পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনি গেল বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ওসি হিসেবে যোগ দেন এবং প্রায় চার মাস দায়িত্ব পালন করেন।

পুলিশ লাইনস হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )