প্রভাবশালীর বাধায় ২ মাস ধরে বন্ধ সরকারি টয়লেট নির্মাণ কাজ
ফরিদপুরের সদরপুরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বাধায় দুই মাস ধরে বন্ধ রয়েছে পাবলিক টয়লেট নির্মাণের কাজ। কাজ পুনরায় শুরু করার দাবিতে গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জয়বাংলা বাজারে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে ব্যবসায়ীদের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩৯ লাখ টাকা ব্যয়ে টয়লেট নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। তবে কাজ শুরু করার পর স্থানীয় প্রভাবশালী সেকেন্দার বেপারী বাধা দেন, যার ফলে নির্মাণ কাজটি বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, টয়লেট নির্মাণ খুবই জরুরি ছিল, কারণ বাজারে আসা লোকজনের জন্য কোনো পাবলিক টয়লেট নেই। সেকেন্দার বেপারী নিজের জমির পেছনে দোকান ঘর নির্মাণের অজুহাতে কাজটি বন্ধ করেছেন। ব্যবসায়ীরা দাবি করেন, সরকারি খাস জমিতে নির্মাণকাজ হচ্ছে এবং এটি বন্ধ হলে তাদের অনেক সমস্যায় পড়তে হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সজিব দত্ত জানান, কাজটি শুরু করার পর সেকেন্দার বেপারী দ্রুত একটি দোকান ঘর নির্মাণ করে কাজে বাধা দেন। প্রকল্পটির মেয়াদ শেষ হতে মাত্র এক মাস বাকি। কাজটি শেষ করতে না পারলে সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
অভিযুক্ত সেকেন্দার বেপারী বলেন, টয়লেট নির্মাণ হলে তার দোকান ক্ষতিগ্রস্ত হবে, তাই তিনি কাজ বন্ধ করেছেন। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, জনস্বার্থে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসনকে নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হবে।