সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে ও বলতে পারছে: হাসান হাফিজ

সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে ও বলতে পারছে: হাসান হাফিজ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেছেন, দেশে এখন কোনো বাধা-বিপত্তি নেই, রাষ্ট্রীয় সন্ত্রাস নেই। সাংবাদিকরা এখন মুক্তভাবে কথা বলতে এবং লিখতে পারছেন। শুক্রবার কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধিসভা ও সেরা মফস্বলকর্মী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে এবং নতুন উদ্দীপনায় কাজ করতে হবে। বর্তমানে প্রিন্ট মিডিয়ার প্রতি মানুষের আগ্রহ কমেছে, সবাই অনলাইনের প্রতি বেশি আকৃষ্ট। তাই মিথ্যা সংবাদ লেখা যাবে না, সব সময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।”

মফস্বলের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের আত্মা হলো গ্রাম-গ্রামান্তর, আর আপনারা সেই আত্মার মূল শক্তি। কালের কণ্ঠ পেশাদারি বজায় রেখে কাজ করছে এবং আমরা নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )