“গুঁড়িয়ে দেওয়া হলো সম্রাট আওরঙ্গজেবের ঐতিহাসিক বাসভবন ‘মুবারক মঞ্জিল'”
ভারতের মোগল সম্রাট আওরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যা ১৭ শতকের ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত। মাত্র তিন মাস আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই ভবনটিকে ঐতিহ্যবাহী এবং সংরক্ষণযোগ্য স্থাপত্য হিসেবে তালিকাভুক্ত করেছিল।
তবে, কিছুদিন আগে সরকারি কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করার পরেই এটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের সহায়তায় একটি নির্মাণ ব্যবসায়ী ভবনটি ভেঙে দিয়েছে, এবং শতাধিক গাড়িতে তার ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, ভবনটির ৭০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আগ্রার জেলা প্রশাসক অরবিন্দ মাল্লাপ্পা বাঙ্গারি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এসডিএমকে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” আপাতত ভবনটির ক্ষতিগ্রস্ত অংশে আর কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।