নাজিব রাজাকের গৃহবন্দি থাকার আবেদন মঞ্জুর
মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল আদালত মঞ্জুর করেছে। দুর্নীতির মামলায় শাস্তির বাকি সময় তিনি গৃহবন্দি হিসেবে কাটাবেন।
সোমবার (০৬ জানুয়ারি) মালয়েশিয়ার আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চ ২-১ ভোটে নাজিবের আবেদনের পক্ষে রায় দেয়। ২০২০ সালে ১এমডিবি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে নাজিব বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের দায়ে ১২ বছরের কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হন। তবে ২০২৪ সালে তৎকালীন রাজা আল-সুলতান আবদুল্লাহ আহমদ শাহ তার কারাদণ্ড কমিয়ে ছয় বছরে নিয়ে আসেন।
নাজিব গত বছর এপ্রিল মাসে আদালতে গৃহবন্দি থাকার আবেদন করেন, যেখানে তিনি জানান, তৎকালীন রাজা তার বাকি শাস্তি গৃহবন্দি হিসেবে কাটানোর বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি আরও দাবি করেন, ২০২৩ সালের ২৯ জানুয়ারি এক মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা পরে হাইকোর্ট আমলে নেয়।
নাজিবের আইনজীবী তখনকার রাজার সাজা লঘু করার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি আদালতে উপস্থাপন করেন। এটির ভিত্তিতে, আদালত তার গৃহবন্দি থাকার আবেদন মঞ্জুর করে এবং তাকে গৃহবন্দিত্বের অনুমতি দেয়।