ট্রেলারেই ঝড়ের পূর্বাভাস পাতাল লোকের, আসছে দ্বিতীয় সিজন

ট্রেলারেই ঝড়ের পূর্বাভাস পাতাল লোকের, আসছে দ্বিতীয় সিজন

অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ৫ বছর পর আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজন। নতুন সিজনের ট্রেলার প্রকাশিত হয়েছে, যা প্রথম সিজনের চেয়ে আরও বেশি রহস্য, থ্রিল, ও অ্যাকশনের আভাস দিচ্ছে।

এইবার সিরিজটির কাহিনি এগোবে নাগাল্যান্ডের পটভূমিতে, যেখানে একজন নেতার হত্যাকাণ্ডের তদন্ত করবেন ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী ও আইপিএস অফিসার ইমরান আনসারি। ট্রেলারে দেখা যায়, প্রথম থেকেই হাতিরাম অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে লড়াই করছেন। তার জন্য কাজ নয়, বরং ন্যায় ও সত্যের পথেই গুরুত্ব দেন তিনি।

হাতিরাম একের পর এক শত্রুর মুখোমুখি হলেও, তার মিশন থেকে বিন্দুমাত্র পিছপা হন না। সিনিয়র অফিসারদের সঙ্গে নতুন মিশনে নাগাল্যান্ড পৌঁছে গিয়ে তিনি নিজেকে বোঝান, ‘আমি পাতাললোকের স্থায়ী বাসিন্দা।’

‘পাতাল লোক’ অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত সিরিজগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়। দ্বিতীয় সিজনের জন্য দর্শকের অপেক্ষা দীর্ঘদিনের। এবারও হাতিরাম চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। সঙ্গে রয়েছেন ইশাক সিং, গুল পানাগ, তিলোত্তমা শোম, এবং নাগেশ কুকুনুর। তবে প্রথম সিজনের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এই সিজনে নেই।

৮ পর্বের এই সিজনটি পরিচালনা করেছেন অরুণ ধাওয়ার এবং প্রযোজনা করেছেন সুদীপ শর্মা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )