মির্জাপুরে অবৈধ ৬ ইটভাটায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। কালের কণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছয়টি ইটভাটার মালিকদের থেকে চার লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে, ভেকু মেশিন দিয়ে ভাটাগুলোর একাংশ ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় কাঁচা ইট নষ্ট করা হয়।
এছাড়া অভিযানে ইটভাটাগুলোর ইট প্রস্তুত ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, ফায়ার সার্ভিস, পুলিশ, এবং সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, তিন ফসলি জমিতে আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, এইচইউবি ব্রিকস, সনি ব্রিকস, এবং বিএন্ডবি ব্রিকস নামের ছয়টি ভাটা নির্মাণ করে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। এসব ভাটার একটিতে ১৫-২০ একর কৃষিজমি ব্যবহার করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।