টঙ্গী পূর্ব থানায় চার মাসে ৫ ওসি
৫ আগস্টের পর থেকে টঙ্গী পূর্ব থানায় পাঁচবার অফিসার ইন চার্জ (ওসি) পরিবর্তন হয়েছে। সর্বশেষ ওসি হিসেবে ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক অফিস আদেশে নতুন ওসি নিয়োগ এবং আগের ওসিকে ক্লোজ করার সিদ্ধান্ত জানানো হয়।
পূর্বের ওসি কায়সার আহমেদকে স্ট্যান্ড রিলিজ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে জিএমপির ডিবি দক্ষিণ বিভাগের নিরস্ত্র পরিদর্শক ফরিদুল ইসলামকে বদলি করে টঙ্গী পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
দুই মাসের দায়িত্ব পালনের পর চতুর্থ ওসি কায়সার আহমেদের স্ট্যান্ড রিলিজের কারণ নিয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি।
CATEGORIES সারাদেশ