টঙ্গীতে পৃথক ঘটনায় যুবক ও কিশোরীর মরদেহ উদ্ধার

টঙ্গীতে পৃথক ঘটনায় যুবক ও কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা এক যুবক (৩৬) ও জান্নাত (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) টঙ্গী পূর্ব থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত জান্নাত পটুয়াখালীর বাউফল থানার গোসিংগা গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে স্থানীয় শিলমুন দক্ষিণপাড়ার মোস্তফা কামালের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। রবিবার রাত সাড়ে ১০টায় নিজ ঘরের দেয়ালের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জান্নাত। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

অন্যদিকে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় গোপালপুর এলাকা থেকে শামীম নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা ওই যুবককে মৃত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রেখে চলে যান। নিহত যুবকের পরনে ছিল নীল জিন্স প্যান্ট ও বেগুনি ফুলহাতা গেঞ্জি।

উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )