বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বিক্ষোভ

চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে প্রতিবাদ জানায়। শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধ হওয়ার পর থেকে তারা বকেয়া বেতন, আন লিভ, এবং সার্ভিস বেনিফিট পাননি।

এক শ্রমিক বজলু জানান, “কারখানা বন্ধ হওয়ার প্রায় পাঁচ বছর পার হলেও আমার দুই মাসের বেতনসহ ২ লক্ষ ৩৫ হাজার টাকা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ নভেম্বরের ৩০ তারিখে পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি।”

অপর শ্রমিক জোহরা খাতুন বলেন, “কারখানাগুলোর একটি বিক্রি করে ৮৩ কোটি টাকা তোলা হয়েছে। আমাদের ৬১ কোটি টাকা বকেয়া পরিশোধের কথা থাকলেও এখনো তা হয়নি। বিক্রয়লব্ধ অর্থের বড় অংশ এখনও অনিষ্পন্ন।”

মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে যাচ্ছেন।

শিল্পপুলিশ জানায়, বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )