বেরোবিতে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক নিয়োগে ভয়াবহ জালিয়াতির অভিযোগ উঠেছে। ইতিহাস বিভাগের প্রভাষক পদে চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থী রাজশাহীর গোলাম রব্বানীকে বাদ দিয়ে একই নামে অপর এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, নামের মিলের সুযোগে ঠাকুরগাঁওয়ের গোলাম রব্বানীকে চাকরিতে নিয়োগ দেওয়ার পেছনে তৎকালীন প্রশাসনের যোগসাজশ ছিল।
২০০৯ সালের ১৭ ডিসেম্বর ইতিহাস বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাজশাহীর বাগমারার মো. গোলাম রব্বানী। সিন্ডিকেটের অনুমোদনক্রমে তাকে নিয়োগপত্র পাঠানো হয়। তবে তিনি যোগদানপত্র জমা দেওয়ার পরও বিএনপি-জামায়াত সমর্থক হিসেবে চিহ্নিত করে তার যোগদান বাতিল করা হয়।
অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মদদে ঠাকুরগাঁওয়ের মো. গোলাম রব্বানী চাকরি পেয়ে যান। অভিযোগ ওঠে, তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়ার নেতৃত্বে একটি চক্র সূক্ষ্ম জালিয়াতির মাধ্যমে নিয়োগপত্রে শুধুমাত্র প্রার্থীর নাম উল্লেখ করেছিল, বাবার নাম না থাকায় প্রকৃত প্রার্থীকে বঞ্চিত করা সম্ভব হয়।
রাজশাহীর গোলাম রব্বানী বলেন, “পরীক্ষায় প্রথম হয়ে নিয়োগপত্র পাই এবং যথাসময়ে যোগদানপত্র জমা দিই। কিন্তু আমাকে জানানো হয় যোগদানপত্র পরে গ্রহণ করা হবে। পরে আমি ছুটি নিয়ে গেলে আমাকে জানানো হয়, ওই পদে অন্য একজন নিয়োগ পেয়েছেন।”
বর্তমান প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোস্তফা কামাল। তিনি বলেন, “ঘটনাটি লিখিত অভিযোগের মাধ্যমে আমাদের নজরে এসেছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, এটি অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। আমরা যথাযথ ব্যবস্থা নেব।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত প্রার্থীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন রাজশাহীর গোলাম রব্বানী।