মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভির আহম্মেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে একটি গানের আসর দেখে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভির আহম্মেদ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামের আবু বকর মিয়ার ছেলে এবং সূরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভির মোটরসাইকেলযোগে অনুষ্ঠানে যায় এবং ফেরার পথে গোপিনপুর-ঘাটাইল সড়কের ঘোড়া-দ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তানভিরের পরিবার এবং এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )