মাকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রেখেছিল ছেলে সাদ

মাকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রেখেছিল ছেলে সাদ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুনকে তার ১৯ বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যার পর ডিপ ফ্রিজে লাশ লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্তৃক আটক সাদ জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে।

র‌্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, মায়ের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে সাদের প্রায়ই বিবাদ হতো। ঘটনার দিন টাকা না পাওয়ায় রাগের বশে সাদ মাকে হত্যা করে এবং ডাকাতির ঘটনা বলে প্রচার করার চেষ্টা করে।

কমান্ডার এহতেশামুল জানান, সাদ মাদকাসক্ত ছিলেন এবং পরকীয়ায়ও জড়িত ছিলেন। নিহত উম্মে সালমা খাতুন ছিলেন দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদরাসার উপাধ্যক্ষ এবং তার স্বামী আজিজুর রহমান স্থানীয় মসজিদের খতিব ও হজ্ব কাফেলার কর্ণধার।

উম্মে সালমার বড় ছেলে নাজমুস সাকিব থানায় একটি মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে এবং সাদকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )