লেবাননে পেজার বিস্ফোরণ: দায় স্বীকার নেতানিয়াহুর
লেবানন ও সিরিয়ায় পেজার বিস্ফোরণের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। সেপ্টেম্বর মাসে এই বিস্ফোরণে ৪০ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হন। হিজবুল্লাহ এবং ইরান ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করে। তবে এতদিন নেতানিয়াহু সরকার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর কিছুদিন আগেই এই বিস্ফোরণটি ঘটে। হিজবুল্লাহ পেজার বিস্ফোরণকে ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের প্রেক্ষাপটে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে।
গতকাল রবিবার, নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে নিশ্চিত করেছেন যে তিনি এই অপারেশনের অনুমতি দিয়েছিলেন। তার মুখপাত্র ওমের দস্তরি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে নেতানিয়াহু প্রতিরক্ষা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আপত্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই প্রসঙ্গেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বরখাস্তের বিষয়টি সামনে এসেছে। নেতানিয়াহু আস্থার অভাবে গ্যালান্টকে বরখাস্ত করেন। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ বৈরুতে নিহত হন।
লেবাননের শ্রমমন্ত্রী মোস্তফা বায়রাম এই বিস্ফোরণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থায় ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তার মতে, এই বিস্ফোরণে চার হাজারেরও বেশি মানুষ নিহত বা আহত হন। তিনি এই হামলাকে যুদ্ধের বিপজ্জনক পদ্ধতি বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তোলার গুরুত্বের ওপর জোর দেন।
সূত্র: দি ইনডিপেনডেন্ট