শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ পাঁচ দফা দাবি এবং বিশ্ববিদ্যালয় বাজেট বৃদ্ধির দাবিতে সচিবালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার দুপুর থেকে শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল তাদের দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করে। তবে শিক্ষাসচিব দেখা না করায় শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত রাখে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে অগ্রাধিকার দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )