কর্মস্থল ফাঁকা রেখে অন্যত্র কাজ, বেতন-ভাতা নিচ্ছেন মাসে মাসে

কর্মস্থল ফাঁকা রেখে অন্যত্র কাজ, বেতন-ভাতা নিচ্ছেন মাসে মাসে

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কর্মস্থল ফাঁকা রেখে অন্যত্র কাজ করছেন মেডিক্যাল অফিসারসহ ৯ জন কর্মকর্তা-কর্মচারী। প্রেষণে থাকা এই কর্মকর্তারা মাসে মাসে কর্মস্থলে এসে কেবল বেতন-ভাতা নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে জনবল ও চিকিৎসকের ঘাটতি থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পদগুলো শূন্য না থাকায় নতুন নিয়োগও দেওয়া যাচ্ছে না।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৮০০ এবং জরুরি বিভাগে ২০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৩ জন এখানে নিয়মিত কাজ করছেন। বাকি ৯ জন প্রেষণে অন্যত্র কর্মরত থাকায় সেবায় ঘাটতি দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর ভাট জানান, অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, এ পরিস্থিতিতে হাসপাতালের কার্যক্রমে সমস্যা হচ্ছে, আর এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই অবস্থায় নান্দাইলের স্থানীয়দের মাঝে স্বাস্থ্যসেবা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )