সংবাদ সম্মেলনের ডাক দিলেন মাওলানা সাদের অনুসারীরা
তাবলিগ-ইজতেমা ইস্যুতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের আয়োজিত সম্মেলনকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে এর জবাবে মাওলানা সাদের অনুসারীরা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম জানিয়েছেন, বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার মন্তব্যের প্রেক্ষিতে আবু সায়েম বলেন, “আমরা মূল ধারার তাবলিগের কাজ করি এবং কাউকে হুমকি দিতে চাই না। আমাদের ইজতেমা বা কাকরাইল মসজিদে প্রবেশে বাধা দেওয়ার হুমকি নিছকই ফাঁকা বুলি। সরকার ইতোমধ্যে সময় ভাগ করে এ সমস্যা সমাধান করেছে।”
আবু সায়েম আরও বলেন, “আসন্ন নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক নেতা এবং মাদরাসা ছাত্রদের একত্র করে এই সম্মেলন করা হচ্ছে, যা নিছকই রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি শো-ডাউন। যারা প্রকৃত তাবলিগের কাজে সময় দেন, তাদের অংশগ্রহণ এ সম্মেলনে ছিল না। ছোট ছোট মাদরাসার ছাত্রদের এনে সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি জানান, “আগামী ১৫ নভেম্বর আমাদের নির্ধারিত সময় রয়েছে, তখন আমরা কাকরাইলে যাব। আমাদের এবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরব।