
শ্রীমঙ্গলে টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা
মৌলভীবাজারের চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা, ১০.২ ডিগ্রি, মৌলভীবাজার, আবহাওয়া পর্যবেক্ষণাগার—হাওর ও পাহাড়বেষ্টিত এই এলাকায় তাপমাত্রা কম থাকলেও দিনের বেলায় রোদের উপস্থিতিতে শীতের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, রোববার সকাল ৬টা ও ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। তিনি বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। সন্ধ্যা ও রাতের বেলায় ঠাণ্ডা বেশি অনুভূত হলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সারাদেশের আরও খবর

