ফরিদপুরে ঐতিহ্যবাহী ‘পলো উৎসব’, ঢল নেমেছে মানুষের
ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর বিল আবারও আয়োজন করলো হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পলো উৎসব। আজ শুক্রবার সকাল থেকেই হাজারো মানুষের ঢল নামে সেখানে। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন বয়সের মানুষ পলো-জাল নিয়ে মাছ ধরায় মেতে ওঠে। এ উৎসব দেখতে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ উপস্থিত হয়, যাদের অনেকেই শৈশবের স্মৃতি ফিরিয়ে পেয়ে অভিভূত।
স্থানীয়দের মতে, একসময় বর্ষা শেষে খাল-বিলে জলাশয় ভরে উঠলেই পলো দিয়ে মাছ ধরার আনন্দমুখর দৃশ্য দেখা যেত। তবে কালের বিবর্তনে ও জলাশয়ে কম পানি থাকায় এবং কারেন্ট জালসহ আধুনিক মাছ ধরার পদ্ধতির ব্যবহারে ঐতিহ্যবাহী পলো উৎসব প্রায় বিলুপ্তির পথে।
আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসন উদ্যোগী হলে অবৈধ জাল বন্ধ করে উন্মুক্ত জলাশয়গুলোতে দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে সহায়তা করা সম্ভব হবে এবং এ ধরনের উৎসবও আবারও ফিরে আসবে।
TAGS WordPress