যমুনায় ইউনূসের সঙ্গে বৈঠকে নাহিদ-আসিফ

যমুনায় ইউনূসের সঙ্গে বৈঠকে নাহিদ-আসিফ

53 / 100 SEO Score

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বৈঠক-আলোচনা বাড়ছে।
নাহিদ-আসিফ যমুনায়, প্রধান উপদেষ্টার বৈঠক, এনসিপি প্রতিনিধি দল, ত্রয়োদশ নির্বাচন—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে রবিবার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় তারা সেখানে তুলে ধরবেন।

প্রসঙ্গত, এর আগের দিন (রবিবার) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারাও। তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ উত্থাপন করেন বলে জানা গেছে।

আরও পড়ুন: জাতীয় খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )