ভেদরগঞ্জে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

ভেদরগঞ্জে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

53 / 100 SEO Score

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি পালালেন, ওসি আহত, ভেদরগঞ্জ, সখিপুর বাজার—পুলিশের দাবি, শনাক্ত করে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সখিপুর থানা সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে অভিযান চালানো হয়। এ সময় সখিপুর বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হঠাৎ ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি তারা অবগত আছেন। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সারাদেশের আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )