
জয়পুরহাটে সূর্য নেই, ঘন কুয়াশায় শীত
জয়পুরহাটে ঘন কুয়াশা, সূর্য নেই, জনজীবন স্থবির, তাপমাত্রা ৬.১০, হেডলাইট—গত কয়েকদিন ধরে জয়পুরহাটে সূর্যের দেখা মিলছে না। রাত ও ভোরে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, আর দিনের বড় সময় জুড়ে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। হাড়কাঁপানো ঠাণ্ডায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
আজ বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় পুরো আকাশ ঢেকে থাকে। সঙ্গে বইতে থাকে হিমেল হাওয়া। সকাল ৯টা পর্যন্ত দৃশ্যমানতা কম থাকায় সড়কে হালকা ও ভারি যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে বলে স্থানীয়রা জানান।
শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ওপর। ঠাণ্ডার কারণে অনেক শ্রমজীবী মানুষ মাঠে বা বাইরে কাজে যেতে পারছেন না—ফলে দৈনিক আয় কমে গিয়ে পরিবার চালানো কঠিন হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।
আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সারাদেশের আরও খবর

