
শিরোনাম: র্যাংকিংয়ে সুখবর পেলেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্ট দুই অধিনায়ক
সংবাদ:
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি পেয়েছেন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক। ভারতের রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার উভয়েই নিজেদের পারফরম্যান্সের জন্য র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
ভারতকে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা এনে দেওয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ফাইনালে তার ৭৬ রানের অনবদ্য ইনিংস দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ম্যাচসেরার স্বীকৃতি এনে দেয়। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। তালিকার শীর্ষস্থানে রয়েছেন তার সতীর্থ শুবমান গিল, দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। রোহিতের উন্নতির ফলে এক ধাপ করে পিছিয়ে গেছেন হেনরিখ ক্লাসেন (৪ নম্বরে) ও বিরাট কোহলি (৫ নম্বরে)।
এদিকে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানেরও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর গ্লেন ফিলিপস ছয় ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন।
বোলারদের র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। টুর্নামেন্টে ৯ উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ২ নম্বর বোলার। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার স্পিনার মহীশ তিকশানা। ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (৭ উইকেট) তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন, আর রবীন্দ্র জাদেজা (৫ উইকেট) তিন ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। ৯ উইকেট নেওয়ায় তিনি ১৬ ধাপ এগিয়ে ৮০ নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল ৮ উইকেটের সুবাদে ১০ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে অবস্থান করছেন।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি, আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই শীর্ষ স্থান ধরে রেখেছেন। তবে কিউই অধিনায়ক স্যান্টনার দুই ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে রয়েছেন, পেছনে ফেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে (৫ নম্বরে)। তার সতীর্থ ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রও উন্নতি করেছেন—রাচিন আট ধাপ এগিয়ে ৮ নম্বরে, আর ব্রেসওয়েল সাত ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন।