৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌযান চলাচলে বিপদ এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শনিবার ভোর ৫টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে দুটি ফেরি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার কুয়াশা বাড়ায় ফেরি চলাচল পুনরায় বন্ধ করতে হয়।
সকাল ৮টার পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হয়। বর্তমানে নদীতে নৌযান চলাচলে আর কোনো বাধা নেই।
CATEGORIES সারাদেশ