৭ রানে অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে গতকাল নাইজেরিয়ার বিপক্ষে ৭ রানে অলআউট হয়েছে দলটি।
এই স্কোর ভেঙে দিয়েছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার রেকর্ড।
টস জিতে আগে ব্যাটিং করে নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরির সাহায্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭.৩ ওভারে ৭ রানে গুটিয়ে যায় আইভরি কোস্ট। ওপেনার ওত্তারা মোহাম্মদ প্রথম ওভারের শেষ বলে আউট হন। তখন স্কোর ছিল ৪ রান। এরপর একের পর এক ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ।
মাত্র ৩ রান যোগ করতেই দলটি হারায় ৯টি উইকেট। ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপর ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেট এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেট হারিয়ে ম্যাচটি শেষ করে আইভরি কোস্ট।