৭ নভেম্বর ও ৫ আগস্ট একসূত্রে গাঁথা : জামায়াত সেক্রেটারি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব একসূত্রে গাঁথা। আল্লাহ তাআলার তরফ থেকে এ জাতির প্রতি একের পর এক পরীক্ষার মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবারের ৭ নভেম্বর উদযাপিত হচ্ছে এমন একটি সময়ে, যখন আধিপত্যবিরোধী ছাত্র-জনতা এক গণবিপ্লব সংঘটিত করেছে।”
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর পল্টনে মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ে ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতার পরের বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী-জনতার সফল বিপ্লব সংঘটিত হয়েছিল। সেদিন ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় এসে আইনের শাসন লঙ্ঘন করেছে, গণতন্ত্র নির্বাসিত করেছে, এবং মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। ৫ আগস্টে স্বৈরাচারের পতন ঘটে এবং ছাত্র-জনতা পুনরায় এক ঐক্যবদ্ধ বিপ্লব করেছে। এখন ইসলামী আদর্শের ভিত্তিতে একটি নতুন বিপ্লবের প্রয়োজন।”
সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী-জনতা দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছিল। বর্তমান পরিস্থিতিতে আবারও ছাত্র-জনতা দেশকে রক্ষা করেছে।”
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন নেতারা, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।