৬ বছরে ১০ গুণ সম্পদ বেড়েছে টিকটক প্রতিষ্ঠাতার

৬ বছরে ১০ গুণ সম্পদ বেড়েছে টিকটক প্রতিষ্ঠাতার

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে পৌঁছেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯.৩ বিলিয়ন ডলার, যা তাকে ২০২৪ সালের ‘হুরুন চায়না রিচ লিস্ট’-এর প্রথম স্থানে এনেছে। মাত্র ছয় বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ১০ গুণ, ২০১৮ সালে যা ছিল ৬০০ কোটি ডলার।

ঝাং ইমিং প্রথমে মাইক্রোইলেকট্রনিকসে ভর্তি হলেও পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে প্রথমে মাইক্রোসফটে যোগ দিলেও চ্যালেঞ্জের অভাবে সেখানে বেশি দিন ছিলেন না। ২০১২ সালে তিনি বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন, যা শুরু হয়েছিল মাত্র চার রুমের একটি অ্যাপার্টমেন্ট থেকে। ২০১৬ সালে চালু হওয়া টিকটক জনপ্রিয়তা পায় কভিড মহামারির সময়, এবং বাইটড্যান্সের আয় গত বছর ৩০ শতাংশ বেড়ে ১১ হাজার কোটি ডলারে পৌঁছায়।

চীনের প্রযুক্তি খাতে কঠোর নজরদারির প্রেক্ষিতে ২০২১ সালে বাইটড্যান্সের সিইও পদ থেকে পদত্যাগ করেন ঝাং, যদিও পদত্যাগের আসল কারণ তিনি প্রকাশ করেননি। বিদায় বেলায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তার প্রকৃত ঝোঁক চ্যালেঞ্জের দিকে এবং নিজেকে তিনি আদর্শ ম্যানেজার হিসেবে মনে করেন না।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )