৩ মে থেকে কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

৩ মে থেকে কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০২৩ আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা চলবে ৩ মে থেকে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষে প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে ১৪৯টি কেন্দ্রের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মাদরাসাগুলোতে দীর্ঘদিনের সেশনজট নিরসনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও জানান, আগামী মে মাসেই ফাজিল অনার্স ও ফাজিল পাস কোর্সের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, কেন্দ্রের তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )