২৪-এর বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

২৪-এর বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও সেটি অরক্ষিত ছিল। ২০২৪ সালের বিজয় সেই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে জনগণ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ অনুভব করছে।” তিনি আরও বলেন, “এই বিজয় আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন দিনের সূচনা করেছে।”

মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিন, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা মাহফুজ আলম।

সকাল ৭টা ১২ মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার অনুপস্থিতিতে এবার বিজয় দিবস পালিত হচ্ছে এক ভিন্ন আবহে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )