১ রান নিতেই হারাল ৮ উইকেট
অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। শুক্রবার (শুক্রবার) পার্থের ওয়াকা গ্রাউন্ডে তাসমানিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।
টস হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫২ রান করার পর শেষ পর্যন্ত অলআউট হয় ৫৩ রানে। তাদের একমাত্র রানটি এসেছে ওয়াইড থেকে, আর শেষ ৮ উইকেট হারাতে তাদের ব্যাটিংয়ের ২৭ বল লেগেছে।
এটি অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড, আগে ২০০৩ সালে দক্ষিণ অস্ট্রেলিয়া ৫১ রানে অলআউট হয়েছিল তাসমানিয়ার বিপক্ষে। তাসমানিয়ার হয়ে ওয়েবস্টার ৬টি এবং স্ট্যানলেক ৩টি উইকেট নেন, আর টম রজার্স নেন ১টি উইকেট।
ছোট লক্ষ্যটি তাসমানিয়া ৭ উইকেট ও ২৪৯ বল বাকি থাকতেই অতিক্রম করে।
TAGS Hot News