১৫ বছর পর উপস্থাপনায় ফিরলেন আগুন
প্রখ্যাত সংগীতশিল্পী আগুন দীর্ঘ ১৫ বছর পর উপস্থাপনায় ফিরলেন। তিনি আবারও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘আগুন ঝরা সন্ধ্যা’-এর উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন। টানা তিন বছর সম্প্রচারের পর এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে বিটিভির পর্দায় আর দেখা যায়নি তাঁকে।
সম্প্রতি, এই অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এই পর্বগুলোর অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। আগুন জানিয়েছেন, নতুন পর্ব আগামীকাল (২৩ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে।
উপস্থাপনায় ফিরে আগুন বলেন, “দেড় দশক পর উপস্থাপনায় ফিরতে পেরে আমি আনন্দিত। এজন্য বিটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তবে আমি বলতে চাই, শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতি চালু হয়েছিল, তা চিরতরে বন্ধ করতে হবে। শিল্পীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হলে সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হবে। আমরা কখনোই চাই না দেশের সংস্কৃতি ধ্বংস হোক।”
আগুন আরো বলেন, বিগত সরকারের সময়ে তাঁকে এবং অনেক শিল্পীকে বিটিভি থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এর ফলে দেশের সংস্কৃতি এবং শিল্পীদের সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে শিল্পীদের ফেরার সুযোগ তৈরি হওয়ায় তিনি আশাবাদী, ভবিষ্যতে এমন বিভাজন আর হবে না।
“শিল্পীরা একই পরিবারের অংশ। বিভাজন নয়, বরং একসঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করা উচিত। শিল্পীর কাজের মাধ্যমেই সংস্কৃতির বিকাশ ঘটে। তাই আমরা যেন সব সময় স্বাধীনভাবে কাজ করতে পারি, সেটিই প্রত্যাশা।” – যোগ করেন আগুন।
দেশের সংস্কৃতি চর্চায় শিল্পীদের অবদান ও তাঁদের সম্মান রক্ষা করার বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।