১২ বছর পর শিরোপার হাতছানি ব্রাজিলের সামনে
ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে আবারও শিরোপা জয়ের সুযোগ। শেষবার সেলেসাওরা শিরোপা জিতেছিল ২০১২ সালে। তবে এবার ১২ বছর পর আবারও সেই মুকুট পুনরুদ্ধারের হাতছানি। সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ব্রাজিল।
গত বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত সেমিফাইনালে ১৮ মিনিটে পিছিয়ে পড়লেও ইউক্রেনের একটি আত্মঘাতী গোলের সুবাদে ব্রাজিল প্রথম সমতা ফেরায়। এরপর ব্রাজিলের হয়ে দিয়েগো জোড়া গোল করেন। ইউক্রেনের পক্ষে দুটি গোল করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি। তবে শেষ পর্যন্ত ইউক্রেনের আত্মঘাতী গোলই তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
আগামী ৬ অক্টোবর ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ফ্রান্স বা আর্জেন্টিনা, যারা দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
CATEGORIES Uncategorized