হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে শোষণ করছিল ভারত: সমন্বয়ক মাসউদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শোষণ করেছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ভারতের এ নিয়ে অস্বস্তি বেড়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নোয়াখালীর হাতিয়ার চানন্দী ভূমিহীন বাজারে ‘ঐক্য ও সংহতি’ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। স্থানীয়দের আয়োজিত এই সমাবেশে মাসউদ বলেন, ভারত বাংলাদেশের ওপর আধিপত্যবাদী আচরণ চালিয়ে আসছিল। তিনি আরও দাবি করেন, দেশের ভেতরে ভারতের দাসত্বমূলক শাসনের দিন শেষ হয়েছে এবং ভবিষ্যতে এমন সুযোগ ভারত আর পাবে না।
প্রধান বক্তব্য:
ভারত ও শেখ হাসিনা: ভারতের সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার অভিযোগ তুলে তিনি বলেন, “ভারত আমাদের দেশকে শোষণ করেছে, আর শেখ হাসিনা তাদের দাস হিসেবে কাজ করেছেন।”
ভারত-বিরোধী মন্তব্য: দিল্লির মুসলিমবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “যারা মুসলমান হত্যা করেছে, তারাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প তৈরি করছে।”
বাংলাদেশের স্বাধীনতা: মাসউদ বলেন, “আমাদের মাটির দিকে কেউ হাত বাড়ালে তাদের নিজেদের মাটিও নিরাপদ থাকবে না।”
সমাবেশে অন্যান্য বক্তাদের বক্তব্য:
সমাবেশে ছাত্র ও যুব নেতারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাধীন নীতির পক্ষে অবস্থান নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুর রহমান, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এই সমাবেশে বক্তারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বৈষম্য ও শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।