হাসপাতালের শৌচাগারে নবজাতককে ফেলে পালালেন মা, পরে শিশুটির মৃত্যু

হাসপাতালের শৌচাগারে নবজাতককে ফেলে পালালেন মা, পরে শিশুটির মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে নবজাতক ফেলে পালিয়েছেন এক নারী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রূপসী নামে এক নারী এক যুবকের সঙ্গে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তার দেওয়া তথ্যমতে, তিনি বোয়ালমারী উপজেলার মালিখালি গ্রামের বাসিন্দা, স্বামী আজিজুর। চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করতে বলেন।

কিন্তু পরীক্ষা করানোর পরিবর্তে ওই নারী শৌচাগারে গিয়ে সন্তান প্রসব করেন এবং নবজাতককে ফেলে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

কিছুক্ষণ পর পরিচ্ছন্নকর্মী সন্ধ্যা রানী নবজাতককে পড়ে থাকতে দেখে চিৎকার করলে হাসপাতালের কর্মীরা ছুটে আসেন। শিশুটিকে দ্রুত চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নারী ও তার সঙ্গে থাকা যুবক দ্রুত হাসপাতাল ছেড়ে চলে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান জানান, প্রসবব্যথা নিয়ে আসা ওই নারী ১০-১২ ঘণ্টা আগে গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, নবজাতকটিকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )