
স্বর্ণের বারের লোভ দেখিয়ে কানের দুল ও টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
ঢাকার দোহার উপজেলার নবাবগঞ্জের মেঘুলা বাজার এলাকায় স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক গৃহবধূ। এতে তিনি হারিয়েছেন তার কানের দুল ও কিছু নগদ টাকা। ভুক্তভোগীর নাম রাহেলা বেগম। তিনি দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার বাসিন্দা।
রাহেলা বেগমের ছেলে রবিউল ইসলাম জানান, তার মা বাজারে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন। সেখানে আগেভাগে বসা কয়েকজন যাত্রী কথোপকথনের একপর্যায়ে তার মায়ের সঙ্গে আলাপ জুড়ে দেন এবং স্বর্ণের বার দেখিয়ে প্রলোভন দেখান। তারা বলেন, “আমরা গরিব মানুষ, এই সোনা বিক্রি করতে গেলে বিপদে পড়ব। আপনি যদি একটু সাহায্য করেন—আপনার কানের দুল আর কিছু টাকা দিন, এই সোনার বার রেখে দিন। পরে বড় গহনা বানিয়ে নেবেন।”
এই চক্রের কথায় বিশ্বাস করে রাহেলা বেগম কানের দুল ও কিছু টাকা তাদের হাতে তুলে দেন। পরে প্রতারকরা অটোরিকশা থেকে নেমে পালিয়ে যায়।
দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এর আগেও মেঘুলা বাজার এলাকায় এমন ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। তাই তারা সাধারণ মানুষকে এই ধরনের অপরিচিত প্রলোভনে পড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।