সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা গেছে, রোববার ঈদুল ফিতর

সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা গেছে, রোববার ঈদুল ফিতর

সৌদি আরবে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) উদ্‌যাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সৌদি গেজেট ও দেশটির সুপ্রিম কোর্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর রাজকীয় আদালত ঈদের ঘোষণা দেয়। রোববার সকালে সৌদি আরবজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও একই দিন ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসলামি হিজরি বর্ষপঞ্জি অনুসারে, প্রতি বছর রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের দিন নির্ধারিত হয়। ২৯ রমজানেই চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, আর না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে ঈদ উদ্‌যাপিত হয়।

এদিকে গালফ নিউজ জানিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )