সুদের টাকায় ঘুষ, ৩ বছরেও মিলেনি সরকারি ঘর

সুদের টাকায় ঘুষ, ৩ বছরেও মিলেনি সরকারি ঘর

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি আশ্রয়ণের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। মো. শাহীন আকন্দ নামের ওই ব্যক্তি আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে নাসিমা আক্তার নামের এক নারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। তবে তিন বছর পেরিয়ে গেলেও নাসিমা এখনো ঘর পাননি। শাহীন এ নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন বলে থানায় অভিযোগ করেছেন নাসিমা।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন নাসিমাকে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত সময়ে ঘর পাবেন, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও তা বাস্তবায়িত হয়নি। ঘর না পেয়ে টাকা চাইতে গেলে শাহীন নাসিমাকে হুমকি দেন। একাধিকবার টাকা ফেরতের অনুরোধে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

নাসিমা জানান, “আমি গরীব মানুষ, ভাঙা ঘরে ত্রিপালের ছাউনি দিয়ে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছি। শাহীন এলাকায় প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে অফিস খরচের নামে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়, যা আমি সুদে জোগাড় করি। এখন সুদের বোঝা ক্রমেই বাড়ছে, কিন্তু ঘর পাইনি। অভিযোগের পর শাহীন মাত্র ৩ হাজার টাকা ফেরত দিয়েছেন, বাকি টাকা নিয়ে তালবাহানা করছেন।”

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, “শাহীন ১০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন এবং এরমধ্যে ৩ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি টাকা শীঘ্রই ফেরত দেবেন বলে জানিয়েছেন। তবে তিনি না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )