সুদানে হাসপাতালের ওপর আরএসএফ-এর হামলা, নিহত ৯
সুদানের উত্তর দারফুর রাজ্যের আল-ফাশির শহরে সৌদি হাসপাতালে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। শুক্রবার স্থানীয় সময় চালানো এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
উত্তর দারফুর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সরাসরি রোগীদের স্বজনদের লক্ষ্য করে আঘাত হানে। নিহতদের সবাই রোগীদের সঙ্গী ছিলেন।
সৌদি হাসপাতালটি আল-ফাশিরের একমাত্র পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়ায় এই হামলার ফলে চিকিৎসা সেবায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। হামলার বিষয়ে আরএসএফ-এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। ২০ মাসের এই সংঘর্ষে আনুমানিক ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে, প্রকৃত সংখ্যাটি ১ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে ইতিমধ্যে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে প্রায় ২০ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।
(তথ্যসূত্র: রয়টার্স)