সিলেটে আত্মগোপনে থাকা পলাতক আসামি শাওন গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি মুহিদুর রহমান শাওনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ দল সিলেটে অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাওনের বাড়ি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে।
জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুড়া গ্রামে ব্যবসায়ী তৌহিদুল হায়দারের ওপর অতর্কিত হামলার ঘটনায় শাওনসহ আরও দুইজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়। হামলার অন্যান্য আসামিদের আগে গ্রেপ্তার করা হলেও শাওন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা পরবর্তীতে সিলেটে পুলিশের অভিযানে বাস্তবায়িত হয়।
শাওনের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি শাওনকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।