
সিরিয়ার তারতুসে ইসরায়েলের বিমান হামলা, সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, সেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারতুসের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। তবে হামলার কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বেসামরিক প্রতিরক্ষা দল ও বিশেষ ইউনিট ঘটনাস্থল শনাক্ত করতে কাজ করছে।
এদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান আগের দিনই এই হামলার সম্ভাবনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। ইসরায়েলের চ্যানেল ১৪-ও জানায়, উপকূলীয় শহরের একটি অনির্দিষ্ট স্থানে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সংবাদমাধ্যমটি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, হামলার সময় সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতা লক্ষ্য করা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার ঘটনা বেড়ে গেছে। ইসরায়েল দাবি করে, সিরিয়ার ভেতরে তারা মূলত ইরান-সমর্থিত বাহিনীর উপস্থিতি লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।