সিরাজগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায়, সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায়।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, “শরিফুল ও নাইমুর মোটরসাইকেলযোগে বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।”
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংঘর্ষের পরপরই বাসটি পালিয়ে গেছে বলে জানান ওসি।
এ দুর্ঘটনা মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের অসতর্ক চালনা এবং দ্রুতগতির কারণে সৃষ্ট একটি হৃদয়বিদারক ঘটনা হিসেবে চিহ্নিত। স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা প্রয়োজন।