রুমিন ফারহানা ঋণ করে মেটাবেন নির্বাচনী ব্যয়

রুমিন ফারহানা ঋণ করে মেটাবেন নির্বাচনী ব্যয়

53 / 100 SEO Score

রুমিন ফারহানা ঋণ, নির্বাচনী ব্যয়, হলফনামা, ব্রাহ্মণবাড়িয়া-২—ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী ব্যয় মেটাতে তিনি ঋণ করবেন বলে তাঁর জমা দেওয়া নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, রুমিন ফারহানার নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ মিলিয়ে রয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ে খরচ করবেন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেবেন বলেও হলফনামায় লেখা আছে।

বিএনপি থেকে বহিষ্কার, তবু অনড়

রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করে। তবুও ভোটে লড়তে তিনি অনড় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আয়-সম্পদের তথ্য: বছরে আয় ৯৭ লাখ

হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা—যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। সম্পদের হিসাবে উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট থাকার তথ্য রয়েছে। এছাড়া তাঁর কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২০১৯ থেকে আয় বেড়েছে ২২ গুণের বেশি

২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনায় দেখা যায়, এই সময়ে রুমিন ফারহানার বার্ষিক আয় ২২ গুণের বেশি বেড়েছে। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন: সারাদেশ আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )