দাউদকান্দিতে ডাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭

দাউদকান্দিতে ডাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭

51 / 100 SEO Score

দাউদকান্দি ডাকাত চক্র, সর্দার গ্রেপ্তার, কুমিল্লা ডিবি, ইলিয়টগঞ্জ—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মামলা শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় ডিবি অভিযান চালায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। তবে আরও ৭–৮ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সূত্র ধরে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১) মোঃ সাদ্দাম হোসেন (৩২)
২) মোঃ সুমন (৩০)
৩) মোঃ দুলাল মিয়া (২৮)
৪) মোঃ সোলেমান রুবেল (৩৫)
৫) ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫)
৬) মামুনুর রশিদ সোহাগ (৩৫)
৭) মোঃ শাহীন (২৫)

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান বলেও জানান তিনি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আরও পড়ুন: সারাদেশের আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )