সাবেক এমপি মোতাহেরুল, হুইপ সামশুল ও ছেলে শারুনের নামে মামলা
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে শারুন, ছোট ভাই মহব্বতসহ ১৩৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মো. বাবু নামে এক ব্যক্তি, যিনি ৫ অক্টোবর উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে হামলার শিকার হয়েছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা বাদী মো. বাবুর উপর বেআইনি জনতাবদ্ধ হয়ে হামলা করে এবং নগদ ৫ হাজার ১শ টাকা ছিনিয়ে নেয়। মামলায় ৬৮ জন এজহারভুক্ত আসামি এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ মামলায় পটিয়ার সাবেক দুই সংসদ সদস্য ছাড়াও বেশ কয়েকজন সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে। পুলিশি অভিযানের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ, নাছির উদ্দিন নামের আরেক আওয়ামী লীগ নেতা মামলা থেকে বাদ পড়েছেন। তার ভাই সাইফুদ্দিন বিএনপি নেতা হওয়ায় তাকে মামলায় যুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।