সাবেক ইউএনওর স্বাক্ষর জাল, অবৈধ পুকুর খনন

সাবেক ইউএনওর স্বাক্ষর জাল, অবৈধ পুকুর খনন

52 / 100 SEO Score

সাবেক ইউএনওর স্বাক্ষর জাল, অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা—এসব অভিযোগকে ঘিরে আলোচনায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা। সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরি করে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুয়া কাগজের মাধ্যমে খননকৃত পুকুরের মাটি বিক্রির সময় মাটি–বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মামুন হোসেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান অভিযানটি পরিচালনা করেন।

ইউএনও নুসরাত জাহান জানান, নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় সাবেক ইউএনও সুইচিং মং মারমার স্বাক্ষর জাল করে অনুমোদন–সদৃশ কাগজ তৈরি করা হয়। ওই ভুয়া কাগজ দেখিয়ে রাতে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে জাল কাগজ ও অবৈধ খননের সত্যতা পাওয়া যায়।

এর পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি–বোঝাই একটি ট্রাক জব্দ করা হয় এবং ব্যবসায়ী মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে পুকুর খননে ব্যবহৃত খননযন্ত্রের ব্যাটারিও খুলে নেওয়া হয়, যাতে ভবিষ্যতে অবৈধ খনন বন্ধ থাকে।

নুসরাত জাহান আরো বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা এবং অনুমোদন ছাড়া পুকুর খনন উভয়ই গুরুতর অপরাধ। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ক্ষতি ঠেকাতে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )