সাবেক আইনমন্ত্রীর উপজেলায় বিএনপির বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ রবিবার (১০ নভেম্বর) বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুলের নির্বাচনী এলাকা আখাউড়ায় আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিএনপি সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আখাউড়া পৌর এলাকায় জড়ো হন। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এরপর পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করার ঘোষণা দেন।
CATEGORIES Uncategorized