সাফের গণ্ডি পেরিয়ে নতুন গন্তব্যে

সাফের গণ্ডি পেরিয়ে নতুন গন্তব্যে

বাংলাদেশের মেয়েদের ফুটবল দল একসময় ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থাকলেও এখন দৃঢ়ভাবে এগিয়ে গেছে, তা সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতে প্রমাণ করেছে। জুনিয়র পর্যায় থেকেই শুরু হওয়া এই অগ্রযাত্রায় তারা নেপাল ও ভারতের মতো প্রতিদ্বন্দ্বীদেরকে মাঠের খেলায় পরাজিত করে এবং কৌশলগত দক্ষতায়ও শ্রেয়তর প্রমাণিত হয়। এ অগ্রগতি শুধু সাফল্যের ফল নয়, বরং দেশের ফুটবলের নতুন উচ্চতায় ওঠার একটি সম্ভাবনাও তৈরি করেছে।

এদিকে, এই অগ্রগতির পরও মেয়েদের ফুটবল উন্নয়নে বাফুফে এখনো তেমন পদক্ষেপ নেয়নি। গত সাফ জয়ের পর থেকে বিভিন্ন পরিকল্পনা এবং অর্থের সংকটের কারণে মেয়েদের ফুটবলকে এগিয়ে নেওয়া হয়নি, এমনকি অলিম্পিক বাছাই পর্বেও অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ। বর্তমান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন, সাফ জয়ের পর এশিয়ান আসরগুলোতে ভালো করার জন্য নতুন পরিকল্পনার প্রয়োজন, যা এখনো সম্পন্ন করা হয়নি।

মেয়েদের আর্থিক সুরক্ষা ও লিগের মান উন্নয়নে এখন মূল মনোযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাফুফে। সাফজয়ী মেয়েরা তাদের বেতন বকেয়ার সম্মুখীন হয়েছেন, এবং বেশ কয়েকজন ফুটবলার পেশাগত সুরক্ষার অভাবে ফুটবল থেকে সরে গেছেন। ইমরুল হাসান উল্লেখ করেন যে মেয়েদের লিগে সকল ক্লাবের অংশগ্রহণ এবং লিগটি নিয়মিত হলে ফুটবলারদের ক্যারিয়ার আরো সমৃদ্ধ হবে। এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত ও ভুটান নারী লিগকে পেশাদার করে তুলেছে, যেখানে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েও এএফসি ক্লাব টুর্নামেন্টে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এইসব বাস্তবতার পর, মেয়েদের ফুটবলকে দক্ষিণ এশিয়ার সীমা ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আজ থেকেই শুরু হলো আসল লড়াই।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )