সাগর ও নদীপথে আটকে আছে ১৫ লাখ টন পণ্য
চাঁদপুরে জাহাজে ৭ নাবিক হত্যার ঘটনায় দোষীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং নিরাপদ নৌপথের দাবিতে নৌপরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কর্মবিরতির ফলে ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজে প্রায় ১০ লাখ টন পণ্য আটকে আছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে চাল, ডাল, গম, তেলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল পরিবহন বন্ধ হয়ে গেছে। উত্তরের বাঘাবাড়ি নদীবন্দরসহ ১৬টি জেলার জ্বালানি তেল ও সার পরিবহনও স্থগিত রয়েছে, যা সংকটের আশঙ্কা বাড়িয়েছে।
নৌযান শ্রমিকরা জানায়, গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ছাড়াও আরও কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। শ্রমিক ফেডারেশন সরকারের কাছে নৌযান শ্রমিকদের নিরাপত্তা এবং নিহতদের পরিবারকে জনপ্রতি ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
চাঁদপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর নৌপথে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠলেও নৌ পুলিশ ও কোস্টগার্ড সতর্ক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।