সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কাটলেন যুবক, আটক ১

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কাটলেন যুবক, আটক ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আব্দুস সাত্তার (৬০) নামে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের ছেলে আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন তিনি পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে সোহেল রানা তার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “ভিক্ষুকের ওপর হামলার ঘটনায় সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )