সমুদ্রে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুইজন
কক্সবাজারের টেকনাফে সমুদ্রে গোসল করতে গিয়ে নুর কামাল (১২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ইমরান হোসেন (১২) ও নজরুল হক (১২) নামে তার আরও দুই সহপাঠী নিখোঁজ রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুর কামাল সদর ইউনিয়নের কোনকারপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ শিশুদের সন্ধানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্ররা দুপুরে মহেশখালীয়া পাড়া সৈকতে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিনজন ছাত্র গোসল করতে সাগরে নামে। স্রোতের তীব্র টানে তারা ভেসে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাটি বুঝতে পেরে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা নুর কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ অন্য দুই শিশুকে উদ্ধারে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদটি আরও আপডেট আসতে পারে।